৮ মে ২০২৪, বুধবার

জিম্বাবুয়ের সাথে হেরে ডমিঙ্গোর শিক্ষা হয়েছে

- Advertisement -

সাউথ আফ্রিকাকে তাদেরই মাঠে সিরিজ হারানো, তারপর গায়ানাতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ। বিশ্বকাপ সুপার লিগে দুই নম্বর অবস্থান; ওয়ানডেতে সব ঠিকঠাকই চলছিল; তবে সব এলেমেলো হয়ে গেছে জিম্বাবুয়ে সফরে। স্বাগতিকদের বিপক্ষে এক ম্যাচ আগেই সিরিজ হেরে বসেছে বাংলাদেশ দল।

হারলে সমালোচনা সহ্য করতে হয়; এটাই যেন নিয়ম। ক্রিকেটারদের সাথে সমালোচনা হচ্ছে কোচিং প্যানেল নিয়েও। টাইগারদের হেডকোচ রাসেল ডমিঙ্গো ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নিজের ভুল স্বীকার করে নিয়েছেন।

“গত বছর দেড়েকের পারফরম্যান্সে ওয়ানডে দলের সমালোচনা করা কঠিন। অসাধারণ কিছু ফল, দারুণ কিছু জয় ওরা পেয়েছে। তবে অনেক কাজ করার বাকি আছে ব্যাটিং ও বোলিংয়ে। আমাদের ও ক্রিকেটারদের জন্য দারুণ শিক্ষা হয়েছে। বিশ্বকাপের এখনও প্রায় বছর দেড়েক সময় বাকি আছে। সৌভাগ্যবশত, এই খেলাগুলোর কোনো পয়েন্ট নেই”- গণমাধ্যমে রাসেল ডমিঙ্গো

হারারে থেকে টাইগারদের হারের ক্ষত পৌঁছে গেছে মিরপুরে। বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুসতো বলেই দিয়েছেন, টাইগারদের সাবেক কোচ চান্ডিকা হাতুরাসিংহে যতটা আক্রমণাত্মক ছিলেন বর্তমান কোচইং স্টাফরা ততটা না।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img