৮ মে ২০২৪, বুধবার

পন্টিংয়ের পাশে বসবেন কোহলি?

- Advertisement -

ইতিহাসের একাত্তরতম এবং দ্বাদশ ভারতীয় ক্রিকেটার হিসেবে একশো টেস্ট ম্যাচ খেলার রেকর্ডের সামনে দাঁড়িয়ে ভারতের সাবেক অধিনায়ক ভিরাট কোহলি। ২০১২ সালের ২০ জুন কিংস্টনে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে অভিষিক্ত হন ভিরাট কোহলি। প্রায় এক দশকের ক্যারিয়ারে ভিরাটের ম্যাচ সংখ্যা ৯৯ টি। সব কিছু ঠিক থাকলে আগামীকাল পাঞ্চাব ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে নিজের শততম টেস্ট খেলতে নামবেন কোহলি।

কোহলির আগে আরো ১১ জন ক্রিকেটার ভারতের হয়ে একশো বা এর অধিক টেস্ট ম্যাচ খেলেছেন। শচীন টেন্ডুলকার (২০০), রাহুল দ্রাবিড় (১৬৪), ভিভিএস লক্ষ্মণ (১৩৪), অনিল কুম্বলে (১৩২), কাপিল দেব (১৩১), সুনিল গাভাস্কার (১২৫), দিলীপ ভেঙ্গসারকার (১১৬), সৌরভ গাঙ্গুলী (১১৩), ঈশান্ত শর্মা (১০৫), ভিরেন্দ্রর শেহওয়াগ (১০৪) এবং হারভাজান সিং (১০৩) ভারতের হয়ে শতাধিক ম্যাচ খেলেছেন। ভিরাট কোহলির অবস্থান ভারতের আরেক সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের সাথে। দুজনই খেলেছেন ৯৯ টি করে টেস্ট।

টেস্ট ক্রিকেটে আড়াই বছর ধরে সেঞ্চুরি নেই কোহলির ব্যাটে

টেস্ট ইতিহাসে মাত্র নয় জন ব্যাটার ক্যারিয়ারের শততম টেস্টে সেঞ্চুরি করেছেন। এর মাঝে রিকি পন্টিং তার শততম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন। তাই দশম ব্যাটার হিসেবে ভিরাটের আছে ছোট্ট এই ক্লাবে প্রবেশের সুযোগ। এখনো কোনো ভারতীয় ব্যাটার গড়তে পারেননি এই কীর্তি।

দীর্ঘ আড়াই বছর ধরে সেঞ্চুরি খরায় ভুগছেন এই ব্যাটসম্যান। তাই শততম টেস্টের এই বিশেষ ম্যাচে থাকছে সেঞ্চুরি খরা কাটানোর উপলক্ষ, সাথে পন্টিংদের সাথে ভাগ বসানোর সুযোগ। দেখার বিষয় ভিরাট দশম ক্রিকেটার হিসেবে সেঞ্চুরিতে শততম ম্যাচ রাঙাতে পারেন কিনা? নাকি পন্টিংয়ের সাথে ভাগ বসাবেন? নাকি কোনটাই নয়?

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img