১০ মে ২০২৪, শুক্রবার

বাংলাদেশের দুর্দান্ত কামব্যাক, শ্রীলঙ্কার ২৫৫

- Advertisement -

শ্রীলঙ্কা শুরু যেভাবে করেছিল; তিনশো তো বটেই, সাড়ে তিনশো হলেও অবাক হওয়ার হয়তো কিছুই ছিলো না। সেই শ্রীলঙ্কা স্কোর শেষমেশ ২৫৫। খেলতে পারেনি পুরো ৫০ ওভারও। ৪৮.৫ ওভারেই অল আউট সফররতরা। বাংলাদেশের তিন পেসার সাকিব, তাসকিন এবং শরীফুল মিলে নিয়েছেন ৯ উইকেট। তিনজনই সমান ৩টি করে।

টসে জিতে ব্যাট করতে নেমে সাগরিকার ব্যাটিং উইকেটে শ্রীলঙ্কার শুরুটা হয়েছিল দারুণ। তবে তানজিম হাসান সাকিবের টানা তিন উইকেটে ম্যাচে ফেরে বাংলাদেশ। পরে কুশল মেন্ডিস ও জানিথ লিয়ানাংগের হাফ সেঞ্চুরিতে আড়াইশ পেরুয় শ্রীলঙ্কা। ৫ চার ও ১ ছক্কায় ৭৫ বলে ৫৯ রান করেন কুশল। ৬৯ বলে ৬৭ রান করে আউট হয়েছেন জানিথ ।

৮ ওভার ৪ বলে ৪৪ রান দিয়ে তিন উইকেট নেন সাকিব। প্রথম স্পেলে খরুচে হলেও দ্বিতীয় স্পেলে দুর্দান্ত ছিলেন তাসকিন-শরীফুল। তাসকিন ১০ ওভারে ৬০ রান দিয়ে ৩ উইকেট আর ৯.৫ ওভারে ৫১ রান দিয়ে শরীফুলও নিয়েছেন ৩ উইকেট।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img