৮ মে ২০২৪, বুধবার

যে মন্ত্রে বদলে গেল টাইগারদের পারফরম্যান্স…

- Advertisement -

২০২১ সালে একের পর এক ব্যর্থতার পর নতুন বছরের শুরুতেই নিউজিল্যান্ডের মাঠে টাইগাররা খেলে যাচ্ছে দুঃসাহসীভাবে। মাউন্ট মঙ্গানুই টেস্টের তৃতীয় দিনেও বাংলাদেশ শিবিরে বইছে স্বস্তির নিঃশ্বাস। শেষ কবে এতোটা দাপটের সাথে খেলেছে টাইগাররা? মনে প্রশ্ন জাগতেই পারে, কোন মন্ত্রবলে দলের এমন পরিবর্তন? রহস্যটা খোলাসা করেছেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। নিউজিল্যান্ডের মাটিতে বারবার হারের জ্বালা সহ্য করতে করতেই ‘শোককে শক্তিতে’ পরিণত করেছে বাংলাদেশ দল।

“এর আগে আমরা এখানে ১০ বার টেস্ট হেরেছি। ২০১৬ সালে ৮ উইকেটে ৫৯৫ করে ইনিংস ডিক্লিয়ার দেয়ার পরও আমরা হেরেছিলাম। আমি শুধু ওদেরকে বলেছিলাম, আমরা তো আর ১২ বার হারতে পারিনা! আমাদের একটা গ্রুপকে তো হাত তুলতে হবে, ভালো করতে হবে। কেমন হয় যদি আমরাই সেটা করি?খেলায় হার-জিত তো পরের কথা”- সংবাদ সম্মেলনে বলছিলেন সুজন    

বাংলার ক্রিকেটারদের প্রশংসায় পঞ্চমুখ সুজন

দলের ক্রিকেটারদের খেলায় মুগ্ধ হয়েছেন সুজন। বিশেষ করে দলের তরুণ খেলোয়াড়দের প্রবল ইচ্ছাশক্তি থাকার কারণেই নাকি বাংলাদেশ ভালো খেলছে।

“আমরা যদি নিজের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি, তাহলে কেনো পারবো না। হ্যাঁ, এটা ঠিক নিউজিল্যান্ডের বোলারদের জন্য এটা চেনা কন্ডিশন। তারপরও জয়, মুমিনুল, লিটন, মিরাজ, ইয়াসির যথেষ্ট ভালো খেলেছে। দলের সবাই খুব উজ্জীবিত রয়েছে”- আরও যোগ করেছেন  

তৃতীয় দিন শেষ হলেও এখনো টেস্টের ফলাফল নিয়ে ভাবছেন না খালেদ মাহমুদ সুজন। তবে তিনি মনে করেন দেড়শ রানের লিড নিতে পারলে এই টেস্টে ভালো কিছু করা সম্ভব,“আমরা যদি কালকে লাঞ্চ বিরতির আগ পর্যন্ত ব্যাটিং করতে পারি তাহলে ভালো একটা অবস্থানে থাকতে পারবো। কালকের প্রথম সেশনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ১৪০-১৫০ রানের লিড নিতে পারলে আমাদের একটা ভালো সুযোগ আছে।“ 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img