৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার

কমনওয়েলথ গেমসে ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধি বার্বাডোজ

- Advertisement -

২০২২ কমনওয়েলথ গেমসে (নারী ক্রিকেট) ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করবে বার্বাডোজ। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডাব্লিউআই)।

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টি-টোয়েন্টি ব্লেইজ নামে টুর্নামেন্টের মাধ্যমে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কমনওয়েলথ গেমসের বাছাই প্রক্রিয়া। তবে করোনার কারণে সেটা স্থগিত হয়। তাই ২০২০ আসরের চ্যাম্পিয়ন দল বার্বাডোজকে কমনওয়েলথ গেমসে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রতিনিধি হিসেবে ঘোষণা করে বোর্ড।

প্রথমবারের মতো নারী ক্রিকেট যুক্ত হয়েছে কমনওয়েলথে। ব্যাট বলের খেলার বিশেষ এই উপলক্ষ্যে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের প্রতিনিধি বার্বাডোজকে শুভকামনা জানিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহী জনি গ্রেভ।

“আমরা বার্বাডোজকে কমনওয়েলথ গেইমসে ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধি হিসেবে অভিনন্দন জানাচ্ছি। এটি ঐতিহাসিক মুহুর্ত। বৈশ্বিক ক্রীড়া আসরের অংশ হওয়ার। নিজেদের প্রমাণের”- গ্রেভ

আইসিসি র‌্যাংকিংয়ের ভিত্তিতেই কমনওয়েলথ গেমসে সুযোগ পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে কয়েকটি দেশের সমষ্টি হওয়ায় ওয়েস্ট ইন্ডিজ নামে টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ নেই। কমনওয়েলথে অবশ্য ক্রিকেট প্রথম নয়, ১৯৯৮ সালে কুয়ালালামপুরে ছেলেদের ৫০ ওভারের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল সাউথ আফ্রিকা।

নতুন করে অবশ্য ক্রিকেট বিশ্বায়নের প্রকল্প হাতে নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সংস্থাটির লক্ষ্য ২০২৮ লস এঞ্জেলস অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত করা। তবে সেটা এখনও অনেক দূরের স্বপ্ন।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img