২৯ এপ্রিল ২০২৪, সোমবার

ক্রিকেটারদের পর্যাপ্ত সুযোগ দেওয়া পক্ষে নান্নু

- Advertisement -

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন সৌম্য সরকার। তার খেলা প্রথম ম্যাচে উইকেটে সেট হয়ে বড় স্কোর করতে পারেননি। দ্বিতীয় ম্যাচে সেটাও হয়নি। দুই ম্যাচ মিলিয়ে করেছেন ২৭। খুব একটা আহামরি না হলেও বাঁহাতি এই ব্যাটারের ওপর আস্থা হারাতে রাজি নন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

“ওর ব্যাটিং ঠিক আছে। দুই ম্যাচে একজন খেলোয়াড়কে বিচার করাটা ঠিক না। যেকোনো খেলোয়াড়কেই দেখার জন্য একটু সময় দরকার- শুক্রবার গণমাধ্যমকে বলেছেন নান্নু

গেল ১৪ সেপ্টেম্বর বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল বিসিবি। সেই দলে ১৮ অক্টোবর পর্যন্ত বদল আনার সুযোগ রেখেছে আইসিসি। গুঞ্জন আছে, দুটো পরিবর্তন প্রায় নিশ্চিত। তবে এখনো কিছুই খোলাসা করা হয়নি।

“আলোচনা হচ্ছে। আমরা আপনাদেরকে আগামী ৪৮ ঘণ্টার মাঝে হয়তো কিছু একটা জানিয়ে দিতে পারবো। আশা করছি যে দলের জন্য যেটা ভালো হবে সেটাই করা হবে”

সব পরিকল্পনা অনুযায়ী চললে, শুক্রবার রাতেই ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুসের সাথে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বেন নান্নু। সেখান থেকেই দল বদলের ঘোষণা আসার কথা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img