৩ মে ২০২৪, শুক্রবার

টি-টোয়েন্টি বিশ্বকাপে স্টান্ডবাই আম্পায়ার বাংলাদেশের গাজী সোহেল

- Advertisement -

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ২৬ জন আম্পায়ার মনোনীত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এর মধ্যে ২০ জন আম্পায়ার ম্যাচ পরিচালনা করার জন্য চূড়ান্ত হয়েছেন। বাকি ছয়জন রয়েছেন অতিরিক্তের তালিকায়।

২৬ জনের তালিকায় বাংলাদেশ থেকে রয়েছেন দুই জন। আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকত বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করবেন। বাংলাদেশের আরেক আম্পায়ার গাজী সোহেল রয়েছেন অতিরিক্ত বা স্টান্ডবাইয়ের তালিকায়।

সাম্প্রতিক সময়ে দারুণ করছেন সোহেল। সৈকতের পথ ধরে তিনিও এগিয়ে যাচ্ছেন। আইসিসির অ্যাসাইনমেন্ট কোয়ালিফাইং টুর্নামেন্টে দায়িত্ব পালন করছেন সোহেল।

গত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ থেকে শুধুমাত্র সৈকত আম্পায়ারিং করেছিলেন। বেশ কিছু বড় ম্যাচে দায়িত্ব পালন করে আইসিসির আস্থার প্রতিদান দেন তিনি। যার ফলস্বরুপ আইসিসির এলিট প্যানেলে জায়গা পান। সোহেল যদি বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করার সুযোগ পান আর ভাল করতে পারেন। তাহলে সৈকতের পথেই এগিয়ে যেতে পারবেন তিনি।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img