৯ মে ২০২৪, বৃহস্পতিবার

দল জিততে হলে সবার পারফর্ম্যান্স গুরুত্বপূর্ণ: মাহেদী

- Advertisement -

টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে তাদের মাটিতে প্রথমবারের মতো হারিয়েছে বাংলাদেশ। বোলিংয়ে ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ২ উইকেট শিকার করার পর ব্যাটিংয়ে ১৬ বলে ১৯ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন শেখ মাহেদী হাসান। দল জিততে হলে সবার পারফর্ম্যান্স গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ডানহাতি অফ স্পিনার।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাহেদী বলেন, “একটা দল জিততে হলে আসলে সবার পারফর্ম্যান্স গুরুত্বপূর্ণ। দেখেন, এক-দুইজনের পারফর্ম্যান্সটা গুরুত্বপূর্ণ না। দলগত খেলা, কমবেশি পারফর্ম্যান্স কমবেশি সবাই করে। আলহামদুলিল্লাহ স্পিনাররাও ভালো বোলিং করেছে, পেস বোলাররা মাশাল্লাহ ভালো বোলিং করেছে এইজন্য হয়তোবা আমরা ওদের কম রানে আটকাতে পেরেছি এবং আমরা জিতেছি”

ব্যাটে-বলে দুর্দান্ত ছিলেন মাহেদী

বাংলাদেশ টসে জিতে বোলিং নেওয়ার পর প্রথম ওভারেই মাহেদীকে আক্রমণে এনেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ক্যাপ্টেনের আস্থার প্রতিদান দিতে বেশিক্ষণ সময় নেননি তিনি। প্রথম ওভারেই বাংলাদেশকে এনে দিয়েছেন ব্রেক-থ্রু।

নিউজিল্যান্ডের মতো কঠিন কন্ডিশনে প্রথম ওভারে বোলিং করা কঠিন কিনা এমন প্রশ্নের জবাবে মাহেদী বলেন, “দেখেন, চ্যালেঞ্জিং না, আমি তো প্রথম ওভার করতে অভ্যস্ত, যে কন্ডিশনেই হোক। আমার কাজ বোলিং করা। আসলে টিম ম্যানেজমেন্ট আমার উপর বিশ্বাস করছে এজন্য আমাকে প্রথম ওভার দিছে সেটা যেকোনো কন্ডিশনে হোক আমার করতে হবে”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img