৯ মে ২০২৪, বৃহস্পতিবার

ফাইনালে ভারত

- Advertisement -

অসম্ভব লক্ষ্য। প্রথম ১০ ওভারেই যেন হেরে গেল নিউজিল্যান্ড। কিউইদের প্রাপ্তি হয়ে রইল ড্যারেল মিচেলের ১১৯ বলে ১৩৪ রানের ইনিংসটাই। বলতে গেলে কেন উইলিয়ামসনের দলকে একাই ধসিয়ে দিয়েছেন মোহাম্মাদ শামি। ৯.৫ ওভারে ৫৭ রান দিয়ে নিয়েছেন ৭ উইকেট। প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ৭০ রানে।

এই টুর্নামেন্টে শামি আসলে কতটা দুর্দান্ত? কথা বলবে তার অর্জনই। বিশ্বকাপে এখন পর্যন্ত ভারত খেলেছে দশ ম্যাচ। ছয় ম্যাচে সুযোগ পাওয়া শামিই ২৩ উইকেট নিয়ে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি। ৯ ম্যাচে ২২ উইকেট নিয়ে দুই নম্বরে অ্যাডাম জাম্পা।

নিউজিল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৬৯ রান করেছেন কেন উইলিয়ামসন। খেলেছেন ৭৩ বল। এছাড়া আর কেউ পঞ্চাশের কোটা ছুঁতে পারেননি। গ্লেন ফিলিপস করেছেন ৩৩ বলে ৪১ রান।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ভারতকে উড়ন্ত শুরু এনে দেন রোহিত-গিল জুটি। শুরু থেকেই কিউই বোলারদের উপর চড়াও হয়ে খেলেন ভারতীয় অধিনায়ক। তবে ফিফটি মিসের হতাশা নিয়ে ফেরেন তিনি। প্যাভিলিয়নে ফেরার আগে করেছেন ২৯ বলে ৪৭ রান। দারুণ ব্যাটিং করেছেন গিলও। সেঞ্চুরির পথেই ছুঁটছিলেন তিনি কিন্তু ব্যক্তিগত ৭৯ রানের সময় পায়ে ক্র্যাম্প হওয়ায় উঠে যান এই ব্যাটার।

উইকেটে আসার পর থেকেই সাবলীল ব্যাটিং করেছেন কোহলি। কিউই বোলাররা তার তেমন পরীক্ষাই নিতে পারেননি। ১০৬ বলে নিজের ৫০ তম শতকের দেখা পেয়ে যান তিনি। শেষ পর্যন্ত ১১৩ বলে ১১৭ রান করে থামেন ভারতীয় তারকা।

গিল উঠে যাওয়ার পর উইকেটে আসা আইয়ার এদিন আক্রমণাত্মক মেজাজে ছিলেন। সবশেষ ম্যাচে শতক করা ডানহাতি এ ব্যাটার এদিনও পেয়েছেন তিন অঙ্কের দেখা। ৬৭ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

নিউজিল্যান্ডের হয়ে তিনটি উইকেট শিকার করেন টিম সাউদি। একটি উইকেট নেন ট্রেন্ট বোল্ট।

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে কলকাতায় বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে সাউথ আফ্রিকা।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img