৯ মে ২০২৪, বৃহস্পতিবার

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ

- Advertisement -

আলোচনা ছিলো আগে থেকে। ওয়েস্ট ইন্ডিজের সাথে টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র। সেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেই বিশ্বকাপের প্রস্তুতি নেবে বাংলাদেশ দল। সূচিও চূড়ান্ত। যুক্তরাষ্ট্রের টেক্সাসে যথাক্রমে ২১, ২৩ এবং ২৫ মে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

যুক্তরাষ্ট্রে সাধারণ ড্রপ ইন পিচ ব্যবহার করা হয়। বিশেষ এই পিচে খেলতে অভ্যস্ত নয় বাংলাদেশ। মূলত স্বাগতিক দেশের অচেনা কন্ডিশনের সাথে মানিয়ে নিতে এই সিরিজ খেলার সিদ্ধান্ত। তাছাড়া কোনো ক্রিকেটার দেশটার টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগ মেজর লিগ ক্রিকেটেও খেলেনি। অন্য দেশের ক্রিকেটারদের যুক্তরাষ্ট্রের উইকেট সম্পর্কে ধারণা থাকলেও বাংলাদেশের নেই।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ২০ দল। ৪টি গ্রুপে ভাগ হয়ে প্রথম রাউন্ড খেলবে দলগুলো। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে কানাডার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে যুক্তরাষ্ট্র।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img