২৮ এপ্রিল ২০২৪, রবিবার

বোলিংয়ে বাংলাদেশ, নাহিদ রানার অভিষেক

- Advertisement -

টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ শেষ, শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের এখন টেস্টে লড়াই করার পালা। সিলেটে শুক্রবার প্রথম টেস্টে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই স্টেডিয়ামে টাইগার অধিনায়ক হিসেবে নিজের প্রথম টেস্টেই বাংলাদেশকে জয় এনে দিয়েছিলেন শান্ত। তার অধীনেই সিলেটে লঙ্কানদের বিপক্ষে ঘরের মাটিতে প্রথম টেস্ট জয়ের স্বপ্ন দেখছে সমর্থকরা।

বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে পেসার নাহিদ রানার। লাল বলের সিরিজ থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম না থাকায় লঙ্কানদের বিপক্ষে তুলনামুলক তরুণ এক দল নিয়েই মাঠে নামছে বাংলাদেশ।

প্রথম টেস্টে স্পিন আক্রমণে তাইজুল ইসলামের সাথে মেহেদী হাসান মিরাজের উপরই ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট। দলে নাঈম হাসান থাকলেও দুই স্পিনারের সাথে তিন পেসারকে খেলাচ্ছে টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশের একাদশ:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাশ, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, শাহাদাত হোসেন দীপু, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, নাহিদ রানা ও শরীফুল ইসলাম।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img