৯ মে ২০২৪, বৃহস্পতিবার

১১০ রানে অলআউট বাংলাদেশ

- Advertisement -

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে মাত্র ১১০ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।  টাইগারদের হয়ে সর্বোচ্চ ১৭ রান করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নিউজিল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ২০ ওভারে ১১১ রান।

টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই সৌম্য সরকারের উইকেট হারায় বাংলাদেশ। সৌম্য সরকার নিজেকে কিছুটা দূর্ভাগা ভাবতেই পারেন। ইনিংসের তৃতীয় বলেই দারুণ বাউন্ডারি মেরে রানের খাতা খুলেছিলেন। তবে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। এক বল পরেই এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। রিভিউ নিয়েছিলেন সৌম্য, বল ট্র্যাকিং দেখিয়েছে লেগ স্টাম্পে লাগতো বল। সৌম্যর পর দ্রুত ফিরেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও রনি তালুকদার।

তিনে নেমে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেছিলেন শান্ত। তবে ইনিংস বড় করতে পারেননি টাইগার অধিনায়ক। অতি আক্রমণ কাল হয়েছে তার। অ্যাডাম মিলনের বলে চড়াও হতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন তিনি।

আরেক ওপেনার রনি শুরু থেকেই ছিলেন নড়বড়ে। কিউই পেসারদের সামনে ভুগছিলেন তিনি। তবে তিনিও আম্পায়ারের ভূল ডিশিসনের শিকার হয়েছেন। এক্ষেত্রে তারও দায় রয়েছে কিছুটা, বেন সিয়ার্সের বলে এলবিডব্লিউ হওয়ার পর রিভিউ নেননি তিনি। তেমন কিছুই করতে পারেননি তাওহীদ হৃদয় (১৬, আফিফ হোসেন (১৪) ও শামীম পাটোয়ারী (৯)।

নিউজিল্যান্ডের হয়ে ৪ ওভারে ১৬ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন মিচেল স্যান্টনার। দুটি করে উইকেট নিয়েছেন টিম সাউদি, অ্যাডাম মিলনে ও বেন সিয়ার্স।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img