৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার

আফগানিস্তান সিরিজের ক্যাম্পে না থাকায় হতাশ মোসাদ্দেক

- Advertisement -

বাংলাদেশের প্রথম ট্রফি জয়ের নায়ক তিনি। ২০১৯ সালে আয়ার‌ল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অসাধারণ ব্যাট করে বাংলাদেশকে প্রথমবারের মতো ট্রফি জিতিয়েছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। ফাইনালে হয়েছিলেন ম্যাচসেরা খেলোয়াড়ও। কিন্তু ধারাবাহিক পারফর্ম করতে না পারায় দলে থিতু হতে পারেননি এই অলরাউন্ডার। সাম্প্রতিক সময়ে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) পারফর্ম করে আবারো আলোচনায় এসেছিলেন তিনি। কিন্তু এশিয়া কাপ এবং বিশ্বকাপের আগে আসন্ন আফগানিস্তান সিরিজের প্রি-ক্যাম্পে ডাক না পাওয়ায় হতাশ মোসাদ্দেক।

‘অলরাউন্ডার’-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আপনি যখন জানবেন, আপনি বিশ্বকাপের আলোচনায় আছেন; এর আগে ২৪-২৫ জনকে নিয়ে একটা ক্যাম্প করবেন, ওই ক্যাম্পে যদি আলোচনায় থাকা একজন খেলোয়াড় না থাকে স্বাভাবিকভাবেই তার মনে দুইটা চিন্তা কাজ করে, থাকবো কি থাকবো না। যদি প্ল্যান জানতাম তাহলে সেই অনুযায়ী কাজ করতে পারতাম”     

আফগানিস্তান সিরিজের ক্যাম্পে না থাকায় হতাশ মোসাদ্দেক

গত ডিপিএলে আবাহনী লিমিটেডের হয়ে শিরোপা জয়ের পিছনে দারুণ ভূমিকা রেখেছিলেন মোসাদ্দেক। দলের প্রয়োজনে কখনো ব্যাট হাতে জয় এনে দিয়েছেন, কখনো বা বল হাতে দলের জয়ে অবদান রেখেছেন। বল হাতে ৮ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ৮৯.৯৮ স্ট্রাইকরেটে ৩৯৫ রান করেছেন।

বাংলাদেশের জার্সিতে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন এই মিডল অর্ডার ব্যাটার। এরপর তাকে আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি। তবে আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপের ভাবনায় আছেন মোসাদ্দেক।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img