৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার

ইতিহাদে সিটিকে হারিয়ে সেমিফাইনালে যেতে চান আনচেলত্তি

- Advertisement -

সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যানচেস্টার সিটিকে হারাতে পারেনি রিয়াল মাদ্রিদ। ৩-৩ গোলের সমতায় শেষ হয়েছে প্রথম লেগের ম্যাচ। তবে দ্বিতীয় লেগে পেপ গার্দিওলার দলকে হারাতে বেশ আত্মবিশ্বাসী কার্লো আনচেলত্তি।

প্রথম লেগে শুরুতে পিছিয়ে পড়ার পরও ম্যাচে লিড নিয়েছিল রিয়াল। তবে সেই লিড ধরে রাখতে পারেনি তারা। দ্বিতীয় লেগের ম্যাচটি সিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে হওয়ায় ভিনিসিয়ুস জুনিয়র-রদ্রিগোদের জন্য কঠিনই হবে। গত মৌসুমে এখানেই রিয়ালকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল সিটি। তবে এসব নিয়ে ভাবছেন না আনচেলত্তি। তার ভাবনাজুড়ে শুধু দ্বিতীয় লেগে জয়।

আনচেলত্তি বলেছেন, “অ্যাওয়ে ম্যাচে জেতা সবসময়ই কঠিন। তবে আমরা আশা করছি, আগেরবারের মতো কিছু এবার হবে না। আমাদের দলে জয়ে ব্যাপারে আত্মবিশ্বাস রয়েছে। আশা করি আমরা দারুণ কিছু উপহার দিতে পারব সমর্থকদের। সিটির মাঠে তাই জয়ের ব্যাপারে আমরা আশাবাদী”

প্রথম লেগে ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল

প্রথম লেগে রিয়ালের অল্প ব্যবধানে হলেও জেতা ছিল বলে মনে করেন আনচেলত্তি। তবে ইতালিয়ান কোচ এটাও মনে করিয়ে দিয়েছেন, দ্বিতীয় লেগে এটার কোনো প্রভাব পড়বে না।

আনচেলত্তি বলেছেন, “সত্যি বলতে আমাদের অল্প ব্যবধানে হলেও জেতা উচিত ছিল। হয়তো এই ফলাফল খুব বেশি প্রভাব ফেলবে না, কিন্তু জয় পেলে আমরা অনেকটাই এগিয়ে থাকতাম। এখন দ্বিতীয় লেগের জন্যই সব পরিকল্পনা”

আগামী ১৮ এপ্রিল দ্বিতীয় লেগের ম্যাচে সিটির বিপক্ষে মাঠে নামবে রিয়াল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img