৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার

টানা ৩৪ ম্যাচ জিতে আল হিলালের বিশ্ব রেকর্ড

- Advertisement -
সৌদি সুপার লিগের ফাইনালে আল ইত্তিহাদকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আল হিলাল। ইনজুরিতে থাকায় দলের হয়ে পুরো মৌসুমে নেইমার জুনিয়র খেলতে পেরেছেন মোটে পাঁচ ম্যাচ। তবে শিরোপা উদযাপনে ঠিকই ছিলেন সতীর্থদের সাথেই। ফাইনাল জিতে আল হিলাল গড়েছে একটি বিশ্ব রেকর্ডও। ফুটবলের শীর্ষ প্রতিযোগিতার ক্লাবগুলোর মধ্যে টানা ৩৪ ম্যাচ জয়ের রেকর্ড এখন সৌদি আরবের এই দলটির দখলে।
২০২৩ সালের সেপ্টেম্বরে সৌদি প্রো লিগের ম্যাচে শেষবার দামাকের বিপক্ষে ড্র করেছিল আল হিলাল। এরপর থেকে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৪ ম্যাচে জয় পেয়েছে নেইমারের দল। এর আগে ২০১৬-১৭ মৌসুমে টানা ২৭ ম্যাচ জয়ের রেকর্ড ছিল ওয়েলসের একটি ঘরোয়া লিগের ক্লাব নিউ সেiন্ট এফসির।
তারও আগে ১৯৭১-৭২ মৌসুমে নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্স আমস্টারডাম জিতিছিল টানা ২৬ ম্যাচ। সৌদি প্রো লিগে এখনও ৭ ম্যাচ বাকি থাকলেও দুইয়ে থাকা আল নাসরের চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে থাকায় এরই মধ্যে লিগ শিরোপাও নিশ্চিত করে ফেলেছে আল হিলাল।
- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img