৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার

পিএসজিকে হারাতে পারবে বার্সেলোনা?

- Advertisement -

ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ম্যাচে প্যারিস সেইন্ট জার্মেইয়ের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। পিএসজির ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে ম্যাচটি শুরু হবে বুধবার রাত ১টায়।

২০২০ সালের পর প্রথমবারের মতো ইউরোপ সেরার লড়াইয়ের মঞ্চে কোয়ার্টার ফাইনালে খেলছে বার্সেলোনা। সবশেষ দুই আসরে তো প্রথম রাউন্ড থেকেই নিয়েছে বিদায়। তবে চলমান মৌসুমে জাভি হার্নান্দেজের অধীনে দারুণ খেলছেন রবার্ট লেভানডফস্কি-জোয়াও ফেলিক্সরা। যদিও কাতালান ক্লাবটির লিগ জয়ের খুব একটা সম্ভাবনা নেই। তবে চ্যাম্পিয়ন্স লিগে ভালভাবেই টিকে রয়েছে তারা।

ইউরোপ সেরার লড়াইয়ে এর আগে ১২ বার একে অপরের মুখোমুখি হয়েছে পিএসজি-বার্সেলোনা। দুই দলই জিতেছে ৪টি করে ম্যাচ, হার ও ড্র ৪টি করে। চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে বার্সেলোনা-পিএসজি ৬বার মুখোমুখি হয়েছে, যা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ।

২০২০ সালের পর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে খেলছে বার্সেলোনা

চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির সবচেয়ে বড় হারটি বার্সেলোনার বিপক্ষে। ২০১৭ সালে নিজেদের ঘরের মাঠে ৪-০ গোলে লিওনেল মেসি-নেইমার জুনিয়রদের হারানোর পর ক্যাম্প ন্যুতে ৬-১ ব্যবধানে হেরেছিল পিএসজি। সে সময়ে বার্সেলোনার কোচ ছিলেন লুইস এনরিকে। যিনি এবার সামলাবেন পিএসজির ডাগআউট।

প্রথম লেগের ম্যাচটি নিজেদের ঘরের মাঠে হওয়ায় দারুণ কিছুর স্বপ্ন দেখছে আশরাফ হাকিমিরা। তবে কিলিয়ান এমবাপ্পের দল ছাড়ার গুঞ্জন ওঠার পর থেকে তাকে শুরুর একাদশে খুব কম রেখেছেন এনরিকে। দেখার বিষয়, চ্যাম্পিয়ন্স লিগেও একই পথে হাটেন কিনা তিনি।

অন্যদিকে কোয়ার্টার ফাইনালের আরেক ম্যাচে নিজেদের ঘরের মাঠ সিভিটাস মেত্রোপলিতানো স্টেডিয়ামে রাত ১টায় বরুসিয়া ডটমুন্ডের বিপক্ষে মাঠে নামবে আতলেতিকো মাদ্রিদ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img