৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার

পিএসজির মাঠে ৯ বছর পর বার্সার জয়

- Advertisement -

পিএসজির মাঠে সর্বশেষ ২০১৫ সালে জিতেছিল বার্সেলোনা। সেটিও আবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগেই। পাক্কা ৯ বছর পর আবারও সেই কোয়ার্টার ফাইনালের প্রথম লেগেই জয়ের দেখা পেল কাতালানরা। সেবার মেসি-নেইমার-সুয়ারেজদের বার্সা জিতেছিল ৩-১ ব্যবধানে, এবার রাফিনিয়ার জোড়া গোলে পিএসজি হারল ৩-২ গোলের ব্যবধানে।

ঘরের মাঠে প্রত্যাশিতভাবেই ফেভারিট হিসেবে খেলতে নেমেছিল প্যারিস সেন্ট জার্মেই। সবার চোখ ছিল কিলিয়ান এমবাপ্পের দিকে থাকলেও তিনি প্রত্যাশা পূরণ করতে পারেননি। ম্যাচের ৩৭ মিনিটেই ইউরোপ সেরার মঞ্চে রাফিনিয়ার গোলে অভিষেক গোলে এগিয়ে যায় বার্সা। যদিও পিএসজির প্রথম গোলটিতে কিছুটা অবদান ছিল এমবাপ্পের। ৪৮ মিনিটে উসমান দেম্বেলে গোলরক্ষককে বোকা বানিয়ে চোখের পলকে বল জালে জড়ান।

ম্যাচ ১-১ সমাতায় ফিরলেও দ্বিতীয় গোলের জন্য পিএসজিকে অপেক্ষা করতে হয় মাত্র ২ মিনিট। দ্রুত আক্রমণে এসে সতীর্থের বাড়ানো বলে অসাধারণ এক শটে বল জালে জড়ান ভিতিনহা। তবে এগিয়ে থেকেও স্বাগতিকদের শেষ রক্ষা হয়নি। ৬২ মিনিটে রাফিনিয়ার দ্বিতীয় গোলে সমতায় ফেরে বার্সা। ৭৭ মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন ক্রিস্টেনসেন। নির্ধারিত সময় শেষে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জাভি হার্নান্দেজের দল।

এ নিয়ে পিএসজির বিপক্ষে ১৩ বারের মুখোমুখি দেখায় এখন পর্যন্ত ৫ বার জিতল বার্সা। পিএসজির জয় ৪টি,  ড্রও ৪টি। আগামী ১৬ এপ্রিল ন্যু ক্যাম্পে দ্বিতীয় লেগের খেলা। রাতের আরেক ম্যাচে ঘরের মাঠে বরুশিয়া ডর্টমুন্ডকে ২-১ গোলে হারিয়েছে আতলেতিকো মাদ্রিদ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img