৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার

প্রিমিয়ার লিগে কবে ফিরছেন সাকিব?

- Advertisement -

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে যোগ দেওয়ার আগে ডিপিএলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে তিনটি ম্যাচ খেলেছিলেন সাকিব আল হাসান। এরপর ঈদের ওমরা করতে সৌদি আরবে গিয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। ঈদ ও পহেলা বৈশাখের ছুটির পর আবারও শুরু হচ্ছে প্রিমিয়ার লিগের খেলা।

আগামীকাল ফতুল্লায় পারটেক্সের বিপক্ষে মাঠে নামবে শেখ জামাল। তবে সেই ম্যাচটিতে টাইগার অলরাউন্ডারকে পাচ্ছে না দলটি। তবে পরের ম্যাচে আবাহনী লিমিটেডের বিপক্ষে খেলবেন সাকিব। রবিবার গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন দলটির হেড কোচ সোহেল ইসলাম।

সাকিবের খেলার বিষয়ে তিনি বলেন, “সাকিব আপাতত ছুটিতে আছেন। কালকের ম্যাচ না খেলে পরের ম্যাচ খেলার সম্ভাবনা আছে”

চলমান ডিপিএলে শেখ জামালের হয়ে ৩ ম্যাচ খেলেছেন সাকিব

প্রিমিয়ার লিগের নয় রাউন্ডের খেলা শেষে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে আছে শেখ জামাল। শীর্ষে থাকা আবাহনী ৯ ম্যাচের প্রতিটিতেই জিতেছে। টুর্নামেন্টের শিরোপা জিততে হলে নিজেদের বাকি ম্যাচগুলো জিততে হবে শেখ জামালকে। সেই সাথে আবাহনীর হারের অপেক্ষায়ও থাকতে হবে। তবে তাওহীদ হৃদয়-তাসকিন আহমেদদের হারানোর সুযোগ আছে সাকিব-সোহানদের সামনে।

জাতীয় দলের একঝাক ক্রিকেটার নিয়ে গড়া আবাহনীকে হারানো শেখ জামালের জন্য সহজ হবে না। সেটা ভাল করেই জানেন দলটির হেড কোচ।

সোহেল বলেন, “আবাহনী অনেক ভাল দল। জাতীয় দলের অনেক খেলোয়াড় আছেন আবাহনীতে। তবে ক্রিকেট খেলা, জানেন তো। আমাদের দলও বেশ ভাল। দুই বছর আগে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। গত বছর যে দুটি ম্যাচ খেলেছি, এর মধ্যে আমরা একটাতে জিতেছি। আমাদের দল কিন্তু খুব একটা বদলায়নি। যখন আবাহনীর সঙ্গে খেলা হবে, তখন আমাদের চেষ্টা থাকবে ভাল করার”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img