৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার

বাংলাদেশের নতুন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ

- Advertisement -

বাংলাদেশের নতুন স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনার মুশতাক আহমেদ। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাবেক এই লেগ স্পিনার ১৯৯২ সালে ওয়ানডে বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের সদস্য ছিলেন।

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হবেন ৫৩ বছর বয়সী মুশতাক । অর্থাৎ এপ্রিলের শেষ নাগাদ তাইজুল-রিশাদদের দায়িত্ব নেবেন তিনি। আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ পর্যন্ত বাংলাদেশ দলের সাথে কাজ করবেন মুশতাক।

কোচ হিসেবে মুশতাকের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা।  এর আগে ইংল্যান্ড (২০০৮-২০১৪), ওয়েস্ট ইন্ডিজ (২০১৮-২০১৯) এবং সর্বশেষ নিজ দেশ পাকিস্তানের (২০২০-২০২২) স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করেছেন তিনি। এছাড়া ৫২ টেস্টে ৩২.৯৭ গড়ে তার আছে ১৮৫ উইকেট। ১৪৪ ওয়ানডে খেলে নিয়েছেন ১৬১ উইকেট।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img