৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার

বায়ার্ন রাজত্বের অবসান, বুন্দেস লিগার নতুন চ্যাম্পিয়ন লেভারকুসেন

- Advertisement -

বুন্দেস লিগায় ভেরডার ব্রেমেনকে ৫-০ গোলের ব্যবধানে হারিয়েছে বায়ার লেভারকুসেন। তাতেই  পাঁচ ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হলো জাভি আলোনসোর দল। বুন্দেস লিগায় প্রথমবারের মতো শিরোপা জিতলো লেভারকুসেন।

ব্রেমেনকে হারানোয় লেভারকুসেনের পয়েন্ট দাঁড়িয়েছে ২৯ ম্যাচে ৭৯। লিগ পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা বায়ার্ন মিউনিখের পয়েন্ট সমান ম্যাচে ৬৩। দুই দলের ব্যবধান ১৬ পয়েন্ট হয়ে যাওয়ায় পরের পাঁচ ম্যাচে হারলেও শীর্ষেই থাকবে লেভারকুসেন।

২০১১-১২ মৌসুমে সর্বশেষ বায়ার্ন মিউনিখ ব্যতীত অন্য কোনো দল জিতেছিল বুন্দেসলিগার শিরোপা। বরুশিয়া ডর্টমুন্ডকে টানা দুইবার শিরোপা জিতিয়েছিলেন ইয়ুর্গেন ক্লপ। এরপর থেকেই চলেছে বাভারিানদের আধিপত্য।

বায়ার্নের টানা ১১ বছরের রাজত্ব যে অবশেষে ভাঙতে চলেছে, সেটির আঁচ পাওয়া গেছিল অনেক আগেই।

মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৪২ ম্যাচে অপরাজিত লেভারকুসেন। ইউরোপের শীর্ষ ১০ লিগে এই শতাব্দীতে টানা এর চেয়ে বেশি ম্যাচ অপরাজিত ছিল শুধু জুভেন্টাস। ২০১১-১২ মৌসুমে টানা ৪৩ ম্যাচ অপরাজিত ছিল তুরিনের বুড়িরা। শিরোপা জেতার পথে তাদের রেকর্ডে ভাগ বসালো জাভির দল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img