৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার

বোলিংয়ে দুর্দান্ত রানা, ব্যাটিংয়ে আকবর-তানজিদ; মোহামেডানকে হারাল শাইনপুকুর

- Advertisement -

ঢাকা প্রিমিয়ার ডিভিশনের (ডিপিএল) ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে বৃষ্টি আইনে ৬ উইকেটে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। এই হারে ১০ ম্যাচ শেষে ১৪ পয়েন্ট নিয়ে তিনেই থাকল ইমরুল কায়েসের দল।

টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে দ্রুত রনি তালুকদারের উইকেট হারায় মোহামেডান। নাহিদ রানার বলে ইরফান শুক্কুরের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন ডানহাতি এ ব্যাটার। তার আগে ৮ বলে ১ বাউন্ডারিতে করেছেন ৪ রান। আরেক ওপেনার ইমরুল কায়েস খেলেছেন দারুণ। শুরুতে রিশাদ হোসেনদের দেখেশুনে খেলেছেন, এরপর সময় যত গড়িয়েছে সাবলীল ব্যাটিং করেছেন জাতীয় দলের সাবেক ওপেনার। পেয়েছেন ফিফটিরও দেখা। তবে এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি ইমরুল। হাসান মুরাদের বলে বোল্ড হওয়ার আগে ৭৩ বলে ৫ বাউন্ডারি ও ২ ছক্কায় করেছেন ৫৩ রান।

চলমান বিপিএলে দুর্দান্ত ফর্মে থাকা মাহিদুল ইসলাম অঙ্কন এদিন রানের খাতা খুলতেই পারেননি। শুরুটা ভাল করলেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদ। ৪৮ বলে ২৯ রান করেছেন মিরাজ আর রিয়াদের ব্যাট থেকে এসেছে ২৭ বলে ১৫ রান।

মোহামেডান শেষ পর্যন্ত ২২৭ রানের সংগ্রহ পেয়েছে আবু হায়দার রনির কল্যাণে। শেষের দিকে দারুণ ব্যাটিং করেছেন রনি। আরিফুল ইসলামরা যেখানে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন, সেখানে শাইনপুকুরের বোলারদের সাবলীলভাবে মোকাবিলা করেছেন ডানহাতি এ ব্যাটার। রবিউল হকের বলে শুক্কুরকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরার আগে ৫৫ বলে ৪ বাউন্ডারি ও ৩ ছক্কায় করেছেন ৫১ রান।

শাইনপুকুরের হয়ে ১০ ওভারে ৪৫ রান দিয়ে ৫ উইকেট শিকার করেছেন নাহিদ রানা। ২টি উইকেট নিয়েছেন হাসান মুরাদ।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভাল করেন শাইনপুকুরের দুই ওপেনার জিশান আলম ও তানজিদ হাসান তামিম। ১৫ বলে ২৬ রান করে জিশান রনির বলে আউট হলে ভাঙে ৩৬ রানের জুটি। আরেক ওপেনার তামিম করছিলেন সাবলীল ব্যাটিং। তবে দুর্দান্ত শুরুর পরও ইনিংসটাকে বড় করতে পারেননি তরুণ এ ওপেনার। ৩৬ বলে ৮ চারের মারে ৩৬ রান করে নাঈম হাসানের বলে আউট হয়েছেন তিনি। মার্শাল আইয়ুব করেছেন ৩৮ বলে ৩০ রান।

এরপর বৃষ্টি নামলে বন্ধ থাকে খেলা। পরে ৩০ ওভারে শাইনপুকুরের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৫৮ রান। শুক্কুরকে নিয়ে সেটা দারুণভাবে পাড়ি দেন আকবর আলী। ২০ বলে ২৭ রান করে অপরাজিত ছিলেন আকবর।

মোহামেডানের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন রনি, নাঈম ও রিয়াদ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img