৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার

মারলন স্যামুয়েলসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

- Advertisement -

২০১২ এবং ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নেপথ্যে নায়ক মারলন স্যামুয়েলসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে আইসিসি। আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি) আয়োজিত টি-টেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট চলাকালীন আইসিসির দুর্নীতিবিরোধী চারটি আইন ভঙ্গ করেছেন স্যামুয়েলস; এমন অভিযোগ এনেছে আইসিসি দুর্নীতি দমন ইউনিট। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি এই সংবাদ জানিয়েছে।

Marylebone Cricket Club should consider reducing size of bats: ICC | Cricket News – India TV

দুর্নীতিবিরোধী আইনের ২.৪.২, ২.৪.৩, ২.৪.৬ ও ২.৪.৭ নং অনুচ্ছেদ সংক্রান্ত আইন ভঙ্গের অভিযোগ এসেছে স্যামুয়েলসের ওপর। সেগুলো হল-

১/ অজ্ঞাতনামা কোন ব্যক্তি হতে কোন প্রকার উপহার, সেবা বা অন্যকোন সুবিধা ভোগ করার কথা- যা ক্রিকেটারকে ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোন কাজে লিপ্ত করতে পারে- আইসিসির দুর্নীতি দমন কর্তৃপক্ষকে অবহিত না করা;

২/ অজ্ঞাতনামা ব্যক্তি হতে ৭৫০ ইউএস ডলার উপহার পাওয়ার কথা আইসিসির দুর্নীতি দমন কর্তৃপক্ষকে অবহিত না করা;

৩/ দুর্নীতি-দমন কর্তৃপক্ষের তদন্তে সহযোগিতা না করা;

৪/ তথ্যাবলী লুকানোর মাধ্যমে তদন্তের কাজকে শ্লথ করে ফেলা বা রোধ করার চেষ্টা করা।

যদিও টি-টেন টুর্নামেন্টের কোন সিজনে এই আইনসমূহ ভঙ্গ করেছেন স্যামুয়েলস তা প্রকাশ করেনি আইসিসি। অবশ্য স্যামুয়েলস কেবলমাত্র ২০১৯ মৌসুমেই টি-টেনের কর্ণাটকা টাস্কার্সের দলে ছিলেন; যদিও খেলেননি একটি ম্যাচও।

এই অভিযোগসমূহের জবাবদিহিতার জন্য স্যামুয়েলসের কাছে সময় রয়েছে ১৪ দিন।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img