২৯ এপ্রিল ২০২৪, সোমবার

লিভারপুলের গোল উৎসব!

- Advertisement -

বড় দিনের উৎসবটা একটু আগেভাগেই করে নিল সালাহ-ফিরমিনোরা। ক্রিস্টাল প্যালেসকে ৭ গোলে বিধ্বস্ত করেছে ইয়ুর্গেন ক্লপের লিভারপুল। দু’দিন আগেেই ফিফার বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন, আর মাঠে শিষ্যদের দুর্দান্ত পারফরম্যান্স। সব মিলিয়ে সময়টা বেশ সুখকর যাচ্ছে ইয়ুর্গেন ক্লপের।

আগের ম্যাচে টটেনহ্যামকে সরিয়ে টেবিলের টপে উঠেছে অলরেডরা। এবার প্যালেস উড়িয়ে দিয়ে পাক্কা ৬ পয়েন্টে এগিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচে জোড়া গোল করেছেন ফিরমিনো। সাইড বেঞ্চে বসিয়ে রাখার জবাব দিয়েছেন সালাহ, জোড়া গোল করে।

প্যালেসকে তাদের মাঠে চেপে ধরতে লিভারপুল সময় নেয় তিন মিনিট। সাদিও মানের অ্যাসিস্টে লিভারপুলকে এগিয়ে দেন মিনামিনো। তখনই আভাস মিলে গোল উৎসবের। ৩-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় অলরেডরা। ওই দুই গোল করেন সাদিও মানে এবং ফিরমিনো।

বিরতির পর গোলের ক্ষুধা বেড়ে যায় ফিরমিনোদের। ৫২ মিনিটে স্কোরলাইন ৪-০ করেন জর্ডান হেন্ডারসন। ৫৭ মিনিটে গোল উৎসবে যুক্ত হতে বদলি হিসেবে মাঠে নামেন মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ। সালাহকে পেয়ে আরো উজ্জিবিত অলরেডদের আক্রমণভাগ। ৬৮ মিনিটে গোলের জোড়া পূর্ণ করেন ফিরমিনো।

ম্যাচের শেষ দশ মিনিট ছিল সালাহ ম্যাজিক। ৮১ ও ৮৪ মিনিটে তার জোড়া গোলেই বড় জয় নিশ্চিত অলরেডদের।

লিগে ১৪ ম্যাচে ৯ জয়, ৪ ড্র ও এক হারে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে টটেনহ্যাম।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img