৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার

উইলিয়ামসন নেই, নিকোলসের শতকে নিউজিল্যান্ডের দারুণ শুরু

- Advertisement -

সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলছেন না নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। তার কাজটা করে দিয়েছেন হ্যানরি নিকোলস। এই বাঁহাতি ব্যাটসম্যানের অপরাজিত শতকে প্রথম দিনে ৬ উইকেটের বিনিময়ে ২৯৪ রান তুলেছে স্বাগতিক দল।

হ্যামিল্টনের মতো ওয়েলিংটনেও সবুজ উইকেট, দুই অভিষিক্ত শেমার হোল্ডার ও জশুয়া দা সিলভার অভিষেকের দিনে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় উইন্ডিজ। দিনের শুরুতে টস জেতার সুযোগ কাজে লাগায় তারা। ৭৮ রান তুলতেই কিউইরা হারায় তিন উইকেট।

দিনের পরের অংশটুকু শুধুই নিকোলসের। যেখানে আর কোনো কিউই ব্যাটসম্যান এখনও পার হতে পারেননি অর্ধশতকের গণ্ডি সেখানে এই বাঁহাতি ব্যাটসম্যান অপরাজিত আছেন ১১৭ রানে। উইন্ডিজের শেনন গ্যাব্রিয়েল ৩ ও শেমার হোল্ডার নিয়েছেন ২ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড (১ম ইনিংস) :  ২৯৪/৬ (৮৪ ওভার) (নিকোলস ১১৭*, ইয়ং ৪৩, মিচেল ৪২, ওয়াটলি ৩০, ল্যাথাম ২৭; গ্যাব্রিয়েল ১৮-৫-৫৭-৩, শেমার হোল্ডার ১৮-১-৬৫-২, জোসেফ ১৭-২-৬৫-১)

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img